‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি চলমান কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জুম বাংলাদেশ স্কুলের কো-অর্ডিনেটর মোঃ শাহাদাৎ উল্লাহ, স্কুলের শিক্ষক মোঃ আসিফ ইবনে মোস্তাফিজ, শিক্ষিকা মোছাঃ ফারহানা ফেরদৌসি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ.হ.ম. মোস্তফা কামাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মিজান শাজাহান, মোঃ রাজিবুল ইসলাম রাজিব, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন আনু প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, আগস্ট মাস বাঙালি জাতির বেদনাদায়ক এক শোকের মাস। এই শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দ্রুত এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন