শেখ কামাল স্বাধীনতাত্তোর দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ……..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শেখ কামাল স্বাধীনতাত্তোর দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ……..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল স্বাধীনতাত্তোর দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। ফুটবল ও ক্রিকেট খেলোয়ার তৈরী, বাছাই এবং তাদের অনুশীলনের জন্য তিনি নিজেই সব দেখভাল করতেন। তিনি একজন দক্ষ সমাজ, সাংস্কৃতি ও ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি নিরহংকার, নির্লোভ, মেধাবী ও দেশপ্রেমিক একজন তরুণ ছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে তাকে হত্যা করা হয়। তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে শেখ কামালের আদর্শ-গুণাবলী অনুসরণ-অনুকরণ এবং হৃদয়ে ধারণ করা অপরিহার্য।
শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ আগস্ট সকালে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আগস্ট বাঙালি জাতির শোকের মাস। এই শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি বর্তমানে তাদের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার আহ্বান জানান। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর ডেপুটি এ্যার্টনী জেনারেল এড. মোঃ হারুন-অর-রশিদ, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ.হ.ম. মোস্তফা কামাল ও বঙ্গবন্ধু লেখক
পরিষদের সভাপতি এড. আব্দুল হক চাষী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন