শিক্ষা মানুষের গুণাবলী বিকশিত ও প্রসারিত করে

শিক্ষা মানুষের গুণাবলী বিকশিত ও প্রসারিত করে

……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিক্ষা মানুষের গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। দেশের টেকশই উন্নয়ন ও জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা প্রদানের জন্য যোগ্য শিক্ষক অপরিহার্য। তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার বিস্তার, প্রসার ও মানোন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। শিশুদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বাংলাদেশ ম্যাগাজিন সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ ফেব্রæয়ারি বিকেলে ঢাকার বাংলামটরস্থ বিশ^ সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘সু-শিক্ষা ও শিক্ষক এবং জাতীয় উন্নয়নে শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, ভাষাসৈনিক শামসুল হুদা প্রমুখ। আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন