জাতীয় সাংবাদিক সংস্থার শপথ অনুষ্ঠান সম্পন্ন

জাতীয় সাংবাদিক সংস্থার শপথ অনুষ্ঠান সম্পন্ন

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ পাঠ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান ৩ মার্চ বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সম্পন্ন হয়। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং তিনি ২০১৮-১৯ কার্যমেয়াদের জন্যে নির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নের জন্যে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য। দেশের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা এবং মানবাধিকার সুনিশ্চিত করতে শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম প্রয়োজন। বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সাংবাদিকদের ইতিবাচক সাংবাদিকতার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম সারওয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার নবনির্বাচিত সহকারী মহাসচিব মোঃ আবু মুসা। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন