শিশু একাডেমীতে ‘অবাক জলপান’

শিশু একাডেমীতে ‘অবাক জলপান’

পথিক বড্ড তৃষ্ণায় কাতর হয়ে জিজ্ঞাসা করলেন, ‘মশাই, একটু জল পাই কোথায়, বলতে পারেন?’ উত্তরদাতা চটজলদি উত্তর দিলেন, ‘জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি…।’ বোঝার ভুলে ঠাঠা রোদে একবুক তৃষ্ণা নিয়ে পথিককে রাস্তায় ঘুরতে হয় পানির জন্য। সুকুমার রায়ের এই অবাক জলপান নাটকে পথিককে জল পান করতে শেষ অবধি নানা বিড়ম্বনায় পড়তে হয়েছিল সেদিন। গতকাল নাটকটি দেখে হেসে কুটি কুটি শিশু একাডেমীর মিলনায়তনের শিশুরা।

খুদে শিল্পীদের অংশগ্রহণে অবাক জলপান নাটকটি নতুন করে মঞ্চে নিয়ে এল বাংলাদেশ শিশু একাডেমীর তত্ত্বাবধানে গঠিত শিশু একাডেমী থিয়েটার। শিশুদের মাঝে নাট্যচর্চা ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় থেকেই গড়ে উঠেছে দলটি। দলের প্রথম প্রযোজনাটি নির্মিত হয়েছে সুকুমার রায়ের অবাকজলপান নাটক অবলম্বনে। নাটকটির নির্দেশনা দিয়েছেন মাসুদ রানা। সোমবার সন্ধ্যায় শিশু একাডেমী মিলনায়তনে প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাঙালির নিজস্ব নান্দনিক সংস্কৃতির চর্চা বাড়াতে হবে- লায়ন গনি মিয়া বাবুল

দ্রুত এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ – মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী