জিনিয়াস এ্যাওয়ার্ড পেলেন মোঃ গনি মিয়া বাবুল

জিনিয়াস এ্যাওয়ার্ড পেলেন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘জিনিয়াস এ্যাওয়ার্ড ২০১৯’ এ ভূষিত হয়েছেন।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে ২৬ এপ্রিল বিকেলে জাতীয় প্রেস ক্লাব, তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে উক্ত এ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শামসুল আলম। সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৯১ সাল থেকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা চর্চা, গবেষণা ও প্রচার-প্রসারে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর রচিত বা সম্পাদিত বই সমূহ হচ্ছে, ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, নিমন্ত্রণ, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, সিডর-ধ্বস্ত বকুলতলা, নীল জলে প্রেম, একটি বক্তৃতার পংতিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই ইত্যাদি।
তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Comments are closed.

More News...

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল