আগামী সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

বাংলাদেশ সংবাদ- আগামী সপ্তাহের মাঝামাঝি সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ দিকে আজ সন্ধ্যা ৬ টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,সীতাকুন্ড.চাঁদপুর,নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা,রাজশাহী,খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে,যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে,সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
অন্যদিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে,যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Comments are closed.

More News...

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল