অনন্যা স্বাধীনতা পুরস্কার পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অনন্যা স্বাধীনতা পুরস্কার পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘অনন্যা স্বাধীনতা পুরস্কার ২০১৯’ পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

স্বাধীনতার ৪৮ বছর পূর্তি উপলক্ষে অন্যন্যা সোস্যাল ফাউন্ডেশন এর উদ্যোগে ৭ এপ্রিল বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোঃ শামসুল হুদা। সংগঠনের সভাপতি মোঃ মজিবুর রহমান খোকন এর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেছেন। তিনি অসহায় মানুষকে সহায়তাসহ মানবতার কল্যাণে দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে আসছেন। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি অনন্যা স্বাধীনতা পুরস্কার ২০১৯ এ ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Comments are closed.

More News...

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল