বাংলাদেশ ক্রিকেট দলকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

বাংলাদেশ সংবাদ – বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের এ অবিস্মরণীয় বিজয়ে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৮ জুন এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় ঐতিহাসিক ও গর্বের। আমরা আশাকরছি বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের সফলতা অব্যাহত থাকবে। তিনি এ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর অসাধারণ ক্রীড়া নৈপুণ্য আজ বিশ্বব্যাপি। ৯৯ বলে ১২৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে রেকর্ডবুকে নাম লিখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিনি বিশ্বকাপে টানা দু’টি ম্যাচে সেঞ্চুরি করার বিরল গৌরব অর্জন করায় ও চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করায় সাকিব আল হাসানকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ক্রিকেটারদের সফলতা ও পারফরম্যান্স বিশ্বকাপসহ অন্যান্য ম্যাচে অব্যাহত থাকবে এবং প্রতিফলিত হবে বলে আমরা প্রত্যাশা করছি।

Comments are closed.

More News...

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল