ইফতার নিয়ে অসহায়দের পাশে “রাজপথ”

ইফতার নিয়ে অসহায়দের পাশে “রাজপথ”

বাংলাদেশ সংবাদ – (স্টাফ রিপোর্টার) -সামাজিক সংগঠন ‘রাজপথ’ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার থেকে ধানমন্ডি লেক থেকে এই কার্যক্রমের সূচনা করে সংঠনের সদস্যরা। পুরো ঢাকাব্যপী শেষ রমজান পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে বলে জানান উদ্যোক্তারা।

সংগঠনের সদস্য ওমর ফারুক সৌরভ বলেন, “রমজান আমাদের ত্যাগের মহিমাকে ধারণ করতে শেখায়। আমরা আমাদের পকেট খরচ বাচিয়ে শেষ রোজা পর্যন্ত এই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো। ”

ইফতার বিতরণ কার্যক্রমের সূচনায় উপস্থিত ছিলেন রাজপথের প্রতিষ্ঠাতা তানভীর রাহমান শিশির ও সাথে ছিলেন মোঃ সোহেল রানা,রাসেল আহমেদ,আসিফ ইকবাল,কাব্য রিদয়,ইসরাত তালুকদার গ্রন্থি,তোহাসহ সংগঠনের অনন্য সদস্যরা।

Comments are closed.

More News...

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল