নতুন মন্ত্রী পরিষদকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

নতুন মন্ত্রী পরিষদকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

বাংলাদেশ সংবাদ – একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছে।
৬ জানুয়ারি এক অভিনন্দন বার্তায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, নতুন মন্ত্রী পরিষদ দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে সক্ষম হবেন বলে আমি প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার মানুষের মানবিক মর্যাদা, সাম্য, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে সফল হবেন। ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা, প্রজ্ঞা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে নতুন সরকার শতভাগ সফল হবেন বলে আমরা আশা করি। তিনি অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

Comments are closed.

More News...

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল