মোঃ মিজানুর রহমান এর কবিতা ” জয় বঙ্গবন্ধু “

মোঃ মিজানুর রহমান এর কবিতা ” জয় বঙ্গবন্ধু “

জয় বঙ্গবন্ধু

তুমি অমর, বাংলার কনক
তুমি ভাস্বর, জাতির জনক।
তুমি লাল সবুজের বুকে শোভমান,
বঙ্গবন্ধু তুমি শেখ মুজিবুর রহমান।
তুমি আধার দিনে দ্বীপ্ত এক বাতি,
তোমার জন্মে ধন্য এক বাঙালী জাতি।
তুমি কবির কবিতায় অমৃত,
তুমি বাঙালীর হৃদয়ে সমাদৃত।
সাতই মার্চে তোমার মহান উক্তি,
জাগিয়েছে নতুন স্বাধীনতার দ্যুতি,
এনেছে বাঙ্গালীর স্বাধীনতা ও মুক্তি।
স্বাধীনতার পথে তোমার সাহসী প্রেরণা,
জেনেছে বিশ্ব বাঙালী কখনো হারেনা।
গড়েছ এক স্বর্ণালী চিত্র,
বিশ্বে জেগেছে এক নতুন মানচিত্র।
পনেরো আগস্ট তোমার চির বিদায়,
শহীদ হলে এই স্বাধীন বাংলায়।
শপথ নিলাম আজ,
দিলাম তোমাই আশ্বাস,
যতদিন রবে বাঙালির শেষ নিঃশ্বাস,
বিচার হবে ঐসব হিংস্রের, হবে তাদের করুন নাশ।
দেশদ্রোহীর বিরুদ্ধে করবো বজ্রের মত হামলা,
তোমার স্বপ্ন, গড়ব একদিন সোনার বাংলা।
তুমি সাহসী, বাঙালীর বন্ধু,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

লেখকঃ
মোঃ মিজানুর রহমান
পরিবেশ সম্পাদক
ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগ

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাবা দিবসের কবিতা: আমার বাবা মো. মাহফুজুর রহমান