সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে হবে। ৫ সেপ্টেম্বর সকালে পল্টনস্থ সংগঠনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের প্রতিটিই সরকারই গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবন্ধ থাকে। কিন্তু আজও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন করা হয়নি। তিনি সাংবাদিক নিরাপত্তা আইন প্রনয়ন করার জন্যে বর্তমান সরকারের কাছে দাবি জানান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংবাদিক নির্যাতন কিংবা সাংবাদিক খুন হলে বিচারের জন্যে একটি স্বতন্ত্র ট্রাইবুন্যাল গঠন করা আবশ্যক। তিনি সাংবাদিকদের পেশায় চলমান ঝুঁকি কমাতে সরকারসহ সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি মায়ানমার আদালত কর্তৃক দুই সাংবাদিকের শাস্তি হওয়ায় বিশ^ বিবেক উদবিগ্ন। তিনি এই দুই সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি আরো বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, হয়রানী ও সাংবাদিক খুন শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশি^ক সমস্যা। বাংলাদেশে সব সরকারের সময় সাংবাদিক নির্যাতন হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিক ও গণমাধ্যমবান্ধব, কাজেই আমি প্রত্যাশা করি সাংবাদিক নির্যাতন বন্ধে এই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন