গাজীপুরে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আইন ও আচরণবিধি সম্পর্কিত বিষয়ে মত বিনিময় সভা ১ সেপ্টেম্বর শনিবার সকালে  অনুষ্ঠিত হয়। গাজীপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রসাশক দিদারে আলম মাকসুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  প্রেস কাউন্সিলের সদস্য স্বপন দাস গুপ্ত, পিআইবি’র সিনিয়র গবেষক শামীমা চৌধুরী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ্ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক মোঃ মনিরউজ্জামান প্রমুখ। আলোচনা শেষে সদ্য প্রয়াত বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারসহ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন