ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবিতে মানববন্ধন

ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর   করার দাবিতে মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ আগস্ট সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন ও সার্বভৌম দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিলো মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ চলাকালে ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার এবং দেশের প্রথম রাজধানী ছিল মুজিবনগর। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬  ডিসেম্বর আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।  কাজেই এই বাংলাদেশের রাজধানীর নাম ‘মুজিবনগর’ হওয়া খুবই যুক্তিসংগত। তিনি ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার প্রস্তাবের সমর্থন জানিয়ে বলেন, এই দাবি বাস্তবায়ন করা হলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও সম্মান বাড়বে। এমনকি প্রবাসী বাঙালিরা তাদের পেশাগত দায়িত্ব পালন ও স্বীয় পরিচয় প্রদানে স্বাচ্ছন্দ্যবোধ করবে।
জাতীয় গণতান্ত্রিক লীগের  সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাপ-ভাসানী’র চেয়ারম্যান এম.এ. ভাসানী, কাজী আরেফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান কাজী মাসুদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের অন্যতম নেতা আ স ম মোস্তফা কামাল, তৃণমূল বিএনপি’র যুগ্ম-মহাসচিব আক্কাস আলী খান, বাংলাদেশ মানবাধিকার অন্দোলনের সভাপতি মহিবউল্লাহ্ শান্তিপুরী, গণতান্ত্রিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত রায়,  জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন দীপু মীর, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, ডাঃ আব্দুস সামাদ, হুমায়ুন কবির প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন