বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর রাজশাহী সফর

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর রাজশাহী সফর

 

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ২৬ জুলাই রাজশাহী সফর করেন। তিনি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছলে ভিআইপি লাউঞ্জে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীবৃন্দ। পরে তিনি জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান এর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন। আসন্ন রাজশাহী সিটি করের্পারেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন এর নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। মহানগরের ১৩ নং ওয়ার্ডের কাদিরগঞ্জ, হেতেম খা, বর্ণালীর মোড়, ১৫ নং ওয়ার্ড এর সপুরা, ওয়াপদার মোড়, ও ৯নং ওয়ার্ড এর হোসনিগঞ্জ, পাঠানপাড়া, দরগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ, পথসভা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তিনি নৌকা প্রতীক সাদৃশ্য ফুলের তোড়া দিয়ে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন- কে শুভেচ্ছা জানান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি রাজশাহী মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার আমির জাফর এর সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়া তিনি রাজশাহী ডিআইজি (প্রিজন) মোঃ আলতাফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সফরকালে তাঁর সফরসঙ্গী ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম। এছাড়া এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ রাজশাহী মহানগর শাখার আহবায়ক মোঃ তারেক, সদস্য সচিব জাহির হোসেন লালাসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
তিনি রাতে হোটেল ডালাসে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন