শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাই কোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরী

শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাই কোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরী

ভাষা সৈনিকদের স্মরণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় এক রিট আবেদনের প্রেক্ষিতে ৮দফা নির্দেশনাসহ হাইকোর্ট ২০১০ সালে এক রায় প্রদান করেন। কিন্তু আজও এই রায় কার্যকর হয়নি। ২০ ফেব্রুয়ারি বিকালে তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ও দেশীয় সংস্কৃতি চর্চায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাই কোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরী। আদালতের নির্দেশনার পরও শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় নেয়া হয়নি কার্যকর কোন পদক্ষেপ, যা খুবই দুঃখের ও পরিতাপের বিষয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে সাপ্তাহিক জাগরিত বাংলা ও উত্তরাধিকার’৭১ এর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী, ভাষা সৈনিক আহমদ রফিক, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও গণফ্রন্টের চেয়াম্যান ব্যারিষ্টার মোঃ আকমল হোসেন। উত্তরাধিকার’৭১ এর সভাপতি এডভোকেট আজমল হোসেন শিমু এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাধিকার’৭১ এর সাধারণ সম্পাদক মুহতামিম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে ভাষা সৈনিক কামাল লোহানী ও ভাষা সৈনিক আহমদ রফিক-কে মহান ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় ‘উত্তরাধিকা’৭১ সম্মাননা ২০১৮’ প্রদান করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন