সাফল্যের সূত্র

সাফল্যের সূত্র

সারা দেশে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার যখন ৬৮ দশমিক ৯১ শতাংশ, তখন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৯। পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অকৃতকার্য হয়েছে মাত্র একজন। এই তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘উচ্চমাধ্যমিকের ফলাফল সার্বিকভাবে হতাশাজনক হলেও আমাদের ফলাফল ভালো হয়েছে। এই সাফল্যের মূলে রয়েছে কলেজের পরিচালনা পর্ষদ। একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা, নিয়মিত মনিটরিং—এসব ব্যাপারে আমরা খুব সচেতন। আমাদের একাডেমিক ক্যালেন্ডারের কোনো হেরফের হয় না।’ অর্থাৎ ছাত্র নং অধ্যয়নং তপর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্ররা যে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তা-ও নয়। বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমে সারা বছর সরব থাকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ। সহশিক্ষা কার্যক্রমগুলোই তাঁদের পড়ালেখার পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে।

তাহজিব তাসনিফের কথাই ধরুন। কলেজে সায়েন্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন, আবার উচ্চমাধ্যমিকে ঠিকই পেয়েছেন জিপিএ-৫। ক্যাম্পাসের নিয়মকানুন মেনে চলতে চলতে তাঁর জীবনেও একটা শৃঙ্খলা এসে গেছে। রেসিডেনসিয়ালের মাঠে সারা বছর কোনো না কোনো আয়োজন লেগেই আছে। খেলা যাদের পছন্দ, তারা ফুটবল বা ক্রিকেট নিয়ে মেতে থাকে। পড়াশোনাই যাদের একমাত্র আগ্রহ, তারাও বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। তাহজিবের সঙ্গে কথা বলে জানা গেল, সায়েন্স ক্লাব ছাড়াও কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, আর্ট ও ফটোগ্রাফি ক্লাব এবং মিউজিক ক্লাব আছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। ওদিকে কলেজ কর্তৃপক্ষ বলে, বেশির ভাগ শিক্ষার্থীই কোনো না কোনো ক্লাবের সঙ্গে যুক্ত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ