বাংলাদেশের ১৬ কোটি মানুষ আল জাজিরার তথাকথিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশের ১৬ কোটি মানুষ আল জাজিরার তথাকথিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আল জাজিরাকে ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব দরবারে সমালোচিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের ১৬ কোটি মানুষ আল জাজিরার তথাকথিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত শিশু কিশোর সমাবেশ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে আল জাজিরা বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী বিন লাদেনের সাক্ষাৎকার প্রচার করে ব্যবসা করেছে, আল কায়েদার সাথে যাদের যোগাযোগ, আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথে যাদের যোগাযোগ-তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার মানুষের সাথে আল জাজিরার কোন সম্পর্ক থাকতে পারে না। তিনি এসব ষড়যন্ত্রকারীদের ব্যপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুরের সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সানিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী পরে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ