অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার- ধর্ম প্রতিমন্ত্রী

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার- ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন, গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য হাট-বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করছেন। সে লক্ষ্যে সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প’ এর ন্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এক্ষেত্রে জনপ্রতিনিধিগণকে আন্তরিক হয়ে যথাযথভাবে এ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আজ জামালপুরে ইসলামপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প’ এর অধীনে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে উন্নীত করার অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিপণ্য বিপণন, দৃশ্যমান উন্নয়ন সাধন এবং কর্ম সংস্থানের সুযোগ হবে। ইউনিয়ন পরিষদ-সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের আয় বৃদ্ধি পাবে।

ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রভাতী প্রকল্প পরিচালক ঢাকা এর মোঃ আনিসুল ওহাব খান। বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জামালপুর মোঃ মোখলেছুর রহমান; ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম; সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান খান; ইসলামপুর উপজেলা প্রকৌশলী প্রমুখ।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ