শরীর ও মন সুস্থ রাখার অন্যতম হাতিয়ার খেলাধুলা- গণপূর্ত প্রতিমন্ত্রী

শরীর ও মন সুস্থ রাখার অন্যতম হাতিয়ার খেলাধুলা- গণপূর্ত প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় শরীর ও মন সুস্থ রাখার অন্যতম হাতিয়ার।

আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। কিন্তু একই সাথে এটা শরীরচর্চা, নিয়মানুবর্তিতা এবং দলগত প্রচেষ্টা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। খেলোয়াড়ি মনোভাব মানুষকে ধৈর্যশীল, পেশাদারি এবং দায়িত্বশীল করে তোলে।

বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদিসহ অন্যান্য সকল সূচকে দেশে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে। একইসাথে ক্রীড়াক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা এবং সার্বিক সহযোগিতায় আমাদের দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ