টাঙ্গাইলে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

টাঙ্গাইলে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

বাংলাদেশ সংবাদ- টাঙ্গাইলে যমুনা নদীসহ বিভিন্ন নদ-নদীতে বন্যার পানি কমতে শুরু করলেও বিশুদ্ধ পানির স্বল্পতা ও রোগ-বালাই নিয়েই লাখো মানুষের কষ্টে দিন কাটাতে হচ্ছে । গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৫ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে এ নদীতে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে ঝিনাই নদীতে গত ২৪ ঘণ্টায় ১৩.১৪ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ও বংশাই নদীতে ৯.৯৭ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে নদ-নদীর পানি কমলেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে জেলার ১১ উপজেলার ৬ লাখের বেশি মানুষ পানিবন্দি। দির্ঘদিন পানিবন্দি হয়ে থাকায় এ সব পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট। পাশাপাশি নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির স্বল্পতাও দেখা দিয়েছে। এদিকে গত কয়েকদিনে জেলার বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ