বাসা ভাড়া সংক্রান্ত সমস্যায় শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ নেতা

বাসা ভাড়া সংক্রান্ত সমস্যায় শিক্ষার্থীদের পাশে  ছাত্রলীগ নেতা

বাংলাদেশ সংবাদ(নিউজ ডেস্ক)- প্রায় ৬০ হাজার শিক্ষার্থী নিয়ে দেশের সর্বোচ্চ শিক্ষার্থীর প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ। এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে আসা। অধিকাংশ শিক্ষার্থীরা ঢাকায় বিভিন্ন মেসে অথাবা বাসাভাড়া নিয়ে থাকে। অনেক শিক্ষার্থীরা টিউশশনি এবং পার্ট টাইম চাকরি করে তাদের থাকা খাওয়ার খরচ বহন করে। করোনাকালীন সময়ে টিউশনি এবং পার্টটাইম কাজ বন্ধ। করোনায় অনেক শিক্ষার্থী বাড়িতে আছেন। যার ফলে অনেকের ঢাকা বাসা ভাড়া দিতে পারছেন না। এ নিয়ে বাড়িওয়ালার সাথে তাদের ঝামেলা সৃষ্টি হচ্ছে।

বাসাভাড়া সংক্রান্ত সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা শাহাবুদ্দীন হাওলাদার।

এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে তিনি জানান সরকারি তিতুমীর কলেজের কোন শিক্ষার্থী ঢাকায় বাসা বা মেস ভাড়া সংক্রান্ত কোন সমস্যায় পড়লে তাকে জানানোর অনুরোধ করেছেন। তিনি তার ব্যক্তিগত নাম্বার ( ০১৯১৮৩০৬৭৯০) যোগাযোগ করতে বলেন।

তিনি বলেন, “ যে কোন সময় যৌক্তিক বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী।”

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ