শ্রীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

শ্রীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

বাংলাদেশ সংবাদ(গাজীপুর প্রতিনিধি)-গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরকার।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতালী গ্রামের কৃষক আলাউদ্দিনের ৫ বিঘা পাকা ধান কেটে দেন জেলা ছাত্রলীগের অধিনস্থ বিভিন্ন ইউনিটের ৫০ জন নেতাকর্মী।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার বলেন, ” বর্তমানে করোনার কারণে অনেক কৃষক দিনমজুর পাচ্ছেন না বা অর্থের অভাবে অনেক কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছে না। আমরা জেলা ছাত্রলীগ কৃষকের পাশে আছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

ধান কেটে ঘরে তুলে দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান কৃষক আলাউদ্দিন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ