করোনা; শ্রীপুরের নিম্ন আয়ের মানুষের পাশে ছাত্রলীগ

করোনা; শ্রীপুরের নিম্ন আয়ের মানুষের পাশে ছাত্রলীগ

বাংলাদেশ সংবাদ(গাজীপুর প্রতিনিধি)- সারা বিশ্বে নভেল করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। এতেকরে নিম্নআয়ের মানুষ পড়েছে বিপাকে। নিত্যদিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো। গাজীপুরে এই সমস্ত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা মোঃ হাসানুর রহমান শাওন।

রবিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে নিম্ন আয়ের পরিবারের মধ্যে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

কলেজ ছাত্রলীগ নেতা শাওন বলেন, ” নোবেল করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী নিয়ে সারাদেশব্যপী মাঠে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সাধ্যমত মানুষকে সহযোগিতার চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, বাংলাদেশে নভেল করোনাভাইরাস শানাক্ত হওয়ার পর থেকে দিনদিন সংক্রামণের হার বেড়েই চলছে। করোনা সংক্রামণ ঠেকাতে সরকারের অঘোষিত লকডাউন চলছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ