ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত বঙ্গবন্ধু ক্লাব

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত বঙ্গবন্ধু ক্লাব

বাংলাদেশ সংবাদ(বরিশাল প্রতিনিদি)- ঘূর্ণিঝড় “বুলবুল” ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ইতিমধ্যে বরিশাল-খুলনা বিভাগের ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, মংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ।

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বঙ্গবন্ধু ক্লাবের সকল সদস্য সদাপ্রস্তুত আছেন এবং দুর্যোগকালীর সময়ে বঙ্গবন্ধু ক্লাব জনসাধারণের কল্যানে খোলা থাকবে।

বঙ্গবন্ধু ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমানের সাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নাম্বার দেয়া হয়।

মোঃ মাহফুজুর রহমান জানান, বঙ্গবন্ধু ক্লাব দুর্যোগকালীন সময় ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত, আল্লাহ উপকূল অঞ্চলের মানুষদের এই মহাবিপদ থেকে রক্ষা করুন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ