বাংলাদেশ সংবাদ – বৈদ্যুতিক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা।
বুধবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায় গত কয়েক মাস ধরে মাওনা জোনাল অফিসের আওতাধীন এলাকায় গ্রাহকদের পুরাতন মিটারের বদলে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
মানববন্ধনে আসা গ্রাগকরা অভিযোগ করেন, মিটার ভাড়া আগের চেয়ে চার গুন, বিদ্যুৎ লাইন বন্ধ থাকলেও মিটার থেকে টাকা কাটা যায়, প্রিপেইড মিটার বিদ্যুৎ ব্যয় ডিজিটাল মিটারের দ্বিগুণ, পর্যাপ্ত ভেন্ডিং বা রিচার্জ স্টেশন নেই, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কার্ড কিনতে হয়, একাধিকবার কার্ড ক্রয়ের ঝামেলা, হঠাৎ মিটার লক হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, পল্লীবিদ্যুতের লাইনে পল্লীবিদ্যুতের লোকছাড়া কাজ করা নিষিদ্ধ বিধায় তাদের ডেকেও তাৎক্ষণিক পাওয়া সম্ভব না, পূর্বে ছাপানো বিলিং সিস্টেম ছিল কিন্তু বর্তমানে ফ্ল্যাট রেটে ইচ্ছে মতো টাকা কেটে নেওয়া হচ্ছে, এমার্জেন্সি ব্যালেন্সের জন্য অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে, প্রিপেইড মিটার বিলের সাথে পূর্বে স্থাপিত সেন্ট্রাল মিটারেরও চার্জ কাটা যায়, প্রতি রিচার্জেই একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হয়, মেয়াদ কতদিন- কত ইউনিট খরচ হলো ডিসপ্লেতে এরকম কোন তথ্য নেই। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে পল্লিবিদ্যুতের এই প্রিপেইড মিটারের বিরুদ্ধে।
পূর্বে প্রতি মিটারে প্রতি মাসে ১০ টাকা ভাড়া ছিল। এখন এই ভাড়া দ্বিগুণ থেকে চারগুন বেড়ে ৪০ টাকা হয়েছে। অন্য চার্জ নামেও চার্জ যুক্ত হয়েছে। কোনো রকম বিদ্যুৎ বিল বৃদ্ধি না পেলেও প্রি পেইড সিস্টেমে বিল বেড়েছে হিসাব ছাড়া। গ্রাহকরা জানান, তারা পূর্বের ডিজিটাল মিটারেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
শ্রীপুর টেপিরবাড়ী গ্রামের শাহনাজ পারভীন অভিযোগ করেন, কিছু দিন আগে আমার বাড়িতে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আমাদের এলাকায় অধিকাংশ লোকজনেই বাড়ি ভাড়ার ওপর নির্ভরশীল। ভাড়া পাওয়া যায় মাসের নির্দ্দিষ্ট সময়ে। কিন্তু প্রিপেইড মিটার স্থাপনের পর নতুন সমস্যায় পড়েছি। এখন যেকোন সময়ই মিটারের টাকা শেষ হয়ে যায়, রিচার্জের তেমন কোন ব্যবস্থা নেই। এছাড়াও কোন খাতে কত টাকা কেটে নেয়া হচ্ছে তা জানারও ব্যবস্থা নেই।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল উদ্দিন,গাজীপুর জেলা পরিষদের সদস্য নূরুল ইসলাম শিমুল, শ্রীপুর পৌর আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশাররফ সরকার, উপজেলা যুবলীগের সহ সভাপতি বাদল মোল্লা,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড, সেলিম, তেলিহালি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা, বা,মা,কার উপজেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ রোমান, তেলিহাটির লিটন ফকিরসহ নানা শ্রেণী পেশার অসংখ্য ভোক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এ সময় ভোক্তভোগীরা ১ মাসের মধ্যে পূর্বের এনালগ মিটার প্রতিস্থাপনের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক কামাল পাশা জানান, প্রিপেইড মিটার স্থাপন সরকারের সিদ্ধান্ত। আমরা এমন সিদ্ধান্তের আলোকেই গ্রাহকদের পুরাতন মিটারের স্থলে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করছি। এ নিয়ে বিভ্রান্তির কোন ধরনের অবকাশ নেই।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...