২৩ ও ২৪ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

২৩ ও ২৪ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর। ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন ২০ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ২২ অক্টোবর সোমবার রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল মাহামুদ রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্যাদি admission.eis.bu.ac.bd  barisaluniv.edu.bd এই ওয়েবসাইট এ পাওয়া যাবে। ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খ ইউনিট, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত গ ইউনিট এবং ২৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ইউনিটের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিস চলাকালীন সময়ে ক ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৫, খ ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৬, গ ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৭ এই হেল্পলাইন নম্বরসমূহে পাওয়া যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন