২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে সার্চ নিউজ এর উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। সার্চ নিউজ এর উপদেষ্টা ডাঃ আবু রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। যুক্তরাজ্যের আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এম এ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, হেলেনা জাহাঙ্গীর, ডাঃ আসাদুজ্জামান ও মোস্তফা আল মাহমুদ। সার্চ নিউজ বিডি ডটকম এর প্রধান সম্পাদক প্রকৌশলী এ.বি সিদ্দিক চৌধুরী রাব্বি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে কয়েকজন দুঃস্থ ক্যান্সার রোগীদেরকে আর্থিক সহায়তায় চেক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। সম্প্রতি সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। এতে দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের দমনে এই আইন প্রয়োগ হবে। সাংবাদিক সমাজ বা মুক্তমনা দেশপ্রেমিক ব্যক্তিদের কণ্ঠরোধে এই আইন প্রণয়ন করা হয়নি। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা, কৃষি, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বর্তমান সরকার প্রত্যাশিত পথে দ্রুত এগিয়ে চলছে। এই সরকারের উন্নয়ন অগ্রগতি সকল মহলে প্রশংসিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বিশ্ব মহলে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তার মনোনীতদের ভোট প্রদান করে জয়যুক্ত করার জন্যে তিনি আহ্বান জানান।