হেমন্ত

হেমন্ত

লায়ন মো. গনি মিয়া বাবুল

হেমন্তে শিশির ভেজা সকালে
সূর্যের আলো ঝিলমিল করে,
শেষ রাতে কুয়াশা পড়ে
শীতের আমেজ ভোরের বাতাসে।

শরতের শেষে হেমন্ত আসে
কাঁচা-পাকা ধান আনন্দে হাসে,
অবনত বঙ্গ বধুর বেশে
নবান্ন তোলে হেসে হেসে।

বিকেলে পাখিরা সব কলরব করে
সন্ধ্যায় তারা ঘরে ফেলে,
ঝিঁঝিঁ পোকা গান করে
পল্লী বাংলার বুক চিরে,

হেমন্তে আনন্দ নদীর তীরে
অপরূপ সৌন্দর্য বহন করে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হেমন্ত

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল