বাংলাদেশ সংবাদ- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ চা বোর্ডের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার প্রতি বছর ৪ জুনকে চা দিবস হিসেবে উদ্যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশে চা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ভোগও বেড়েছে। ফলে আশানুরূপ চা রপ্তানি করা সম্ভব হচ্ছে না। চা উৎপাদন আরো বাড়িয়ে রপ্তানি বৃদ্ধি করতে হবে।
আজ চট্রগ্রামে বাংলাদেশ চা বোর্ডের সম্মেলনকক্ষে চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি চা বাগানও অলাভজনক রাখা যাবে না। দেশে চা এর উৎপাদন বাড়াতে সরকার সবধরনের সহযোগিতা দিচ্ছে। দেশের উত্তরাঞ্চলে চা উৎপাদন শুরু হয়েছে, দিন দিন এ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আশার কথা, বর্তমানে দেশের উৎপাদিত চা এর ১২ ভাগ আসছে উত্তরাঞ্চল থেকে। চা উৎপাদনকারীদের উৎসাহিত করতে হবে এবং চা এর গুণগতমান উন্নত করতে হবে। চা-কে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে চা উৎপাদনকারীগণ কৃষি পণ্য উৎপাদনকারীদের সুযোগ সুবিধা পায়। সরকার চা শিল্পের উন্নয়নে রোডম্যাপ বাস্তবায়ন করছে।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চা উৎপাদনকারীগণ উপস্থিত থেকে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ চা বোর্ডে বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...