মাদ্রাসাশিক্ষক-ছাত্ররা জেনারেল-শিক্ষার সমান সুযোগ পাচ্ছে- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মাদ্রাসাশিক্ষক-ছাত্ররা জেনারেল-শিক্ষার সমান সুযোগ পাচ্ছে- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদরাসার একটি ছাত্রাবাস ও ভবনের দ্বিতীয়তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
তিনি উদ্বোধনশেষে অভিভাবক-সমাবেশে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দেশের যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধু এ দেশের মাদরাসা শিক্ষাকে যুগপোযোগী করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, তার সুফল আজ মাদরাসা শিক্ষাক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আব্দুল গণি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ‍্ বক্তব‍্য রাখেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ