জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

বাংলাদেশ সংবাদ- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এবারের ২য় বর্ষের পরীক্ষায় অংশ নিবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন