মেহেরপুরে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন

মেহেরপুরে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ সংবাদ- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মেহেরপুর জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, আজ আমি শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর সম্পূর্ণ সুস্থ আছি। কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

তিনি আরো বলেন, এই টিকাটি অত্যন্ত নিরাপদ। টিকা গ্রহণ বিষয়ে কোন ধরনের আতঙ্ক বা ভয়ের কিছু নেই। এ সময় প্রতিমন্ত্রী জনগণকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ