বাংলাদেশ সংবাদ- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, সমাজের প্রান্তিক ও তৃণমূল জনগোষ্ঠীর স্বার্থ সমুন্নত রেখে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রণীত মাস্টার প্ল্যান অনুযায়ী পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সক্রিয় রাজনীতির সাথে দেশের ৫ থেকে ১০ শতাংশ মানুষ জড়িত। সমাজের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ সক্রিয় রাজনীতির সাথে অংশগ্রহণের সুযোগ পায় না। কিন্তু তারাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের বিনিময়ে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। সুতরাং দেশের সকল কর্মকাণ্ডে তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত।
প্রতিমন্ত্রী আরো বলেন, ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন যে খেলার মাঠ, সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের নিকট তা ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মিলন মেলার আশ্রয়স্থল। সংস্কৃতি ব্যক্তিকে সামাজিক মানুষে পরিণত করে। মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি করে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা। সে দিক থেকে বিবেচনা করলে সার্কিট হাউজ সংলগ্ন মাঠ ময়মনসিংহ শহরে মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় তাঁর পিতা মরহুম শামসুল হকের একুশে পদক প্রাপ্তি উপলক্ষে তারাকান্দার বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...