শ্রীপুরে ইফতার নিয়ে শ্রমজীবী মানুষের পাশে গাজীপুর জেলা ছাত্রলীগ

শ্রীপুরে ইফতার নিয়ে শ্রমজীবী মানুষের পাশে গাজীপুর জেলা ছাত্রলীগ

বাংলাদেশ সংবাদ(গাজীপুর প্রতিনিধি)- নভেল করোনা ভাইরাসের ফলে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। যার ফলে এইবারের রমজান প্রতিবারের চেয়ে অনেক আলাদা। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য নিত্যদিনের খাবার যোগাড় অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই ক্রান্তিকালে ইফতার নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শ্রীপুরের এমসি বাজারে ১০০ জন শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার।

জাহাঙ্গীর সরকার বলেন, “ করোনা প্রাদুর্ভাবের ফলে ইফতার সামগ্রী ব্যবস্থা করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে শ্রমজীবী, নিন্মবিত্ত মানুষদের জন্য। তাই বাংলাদেশ ছাত্রলীগ, গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম অব্যাহত ভাবে চলবে।”

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ