মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বাংলাদেশ সংবাদ- মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন। বুধবার আসামি হয়রত আলী বেপারীর (৩৫) অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, ২০০০ সালে মানিকগঞ্জ সদর উপজেলার ফাড়ীরচর গ্রামের নূরুল হকের ছেলে হয়রত আলী বেপারীর সাথে একই গ্রামের মামলার বাদী মোন্নাফ বেপারীর মেয়ে রোকসানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্মের পর রোকসানাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তার স্বামী হয়রত আলী বেপারী।

২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর হয়রত আলী বেপারী রোকসানার বাবার বাড়িতে এসে যৌতুকের এক লক্ষ টাকা দাবি করে। যৌতুক দিতে অস্বীকার করায় রোকসানার বাবা মোন্নাফ বেপারীর সাথে হয়রত আলী বেপারীর কথা কাটাকাটি হয় । ওই দিনই রোকসানা তার স্বামীর সাথে শ্বশুড় বাড়ি চলে যায়। ওই রাতেই হয়রত আলী রোকসানাকে হত্যা করে রাত ১১ টার দিকে লাশ বারান্দার আড়ার সাথে ঝুলানোর সময় লোকজন দেখে ফেলে।

পরের দিন ২৮ সেপ্টেম্বর, রোকসানার বাবা মোন্নাফ বেপারী বাদি হয়ে মেয়েকে হত্যার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ২ সেপ্টেম্বর হয়রত আলী বেপারীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি হয়রত আলী বেপারী আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান।

আদালতে মোট ৯ জনের সাক্ষী গ্রহণ শেষে বিচারক আসামিকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ