সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

বাংলাদেশ সংবাদ- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস খাদে পড়ে ৩ জন নিহত ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় শাহ ফতে আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ১৫ জন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ