মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালন

মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালন

বাংলাদেশ সংবাদ- মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।


দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যান ও বঙ্গবন্ধু কলোনীতে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চকলেট বিতরণ করা হয় এবং একইসাথে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বঙ্গবন্ধু ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান বঙ্গবন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক, বরিশাল সিটি করপোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন পথশিশুদের মুখে বিজয় দিবসে একটু বিজয়ের হাসি ফোটানোর জন্য আমাদের এই উদ্যোগ।

তিনি আরো বলেন,’বিজয়ের লক্ষ্য ছিল সকল মানুষের মানবিক মর্যাদা, সমান অধিকার ও ন্যার্যতা প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এ উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে সকল স্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ