গাজীপুরে অগ্নিকান্ডে ১০ জন নিহত

গাজীপুরে অগ্নিকান্ডে ১০ জন নিহত

বাংলাদেশ সংবাদ- গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকান্ডে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। তাদের গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের মধ্যে দু’জন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে উত্তম (২৪) ও রাশেদ (৩২)।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মো. জাকারিয়া খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকার রোজা হাইটেক লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় আগুন নির্বাপন করে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওই কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হলে কর্মচারীরা ছুটাছুটি শুরু করেন। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট অথবা ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।

খবর – বাসস

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ