তিতুমীরে ভর্তিচ্ছুদের সহযোগিতায় গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

তিতুমীরে ভর্তিচ্ছুদের সহযোগিতায় গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বাংলাদেশ সংবাদ(ক্যাম্পাস প্রতিনিধি)- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি তিতুমীর কলেজ।

২৯ নভেম্বর শুক্রবার, সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টা থেকে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কলেজের সামনে তথ্য ও সহযোগিতা কেন্দ্র বসিয়ে নিজ জেলার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

তথ্য ও সহযোগিতা কেন্দ্রে উপস্থিত ছিলেন, আসাদ জামান নুর, ইবরাহিম খলিল, মেহেদী হাসান, নুর আলম হিমেল, আবির মাহবুব, আল ইমরান পলাশ, মোঃ হাসানুর রহমান শাওন, মোঃ জাকির হোসেন নাইম,ইয়াসিন আরাফাত, মেহেদী, শাওন খান, বিল্লাল হোসেন শামীম, মোঃ সাদেক, মোঃ সৌইয়াব, মামুন, নাইম মন্ডল, রাসেল, কিবরিয়া তালুকদার, শামীম, সাজিন রহমান, আরিফ সহ অনেকে।

উল্লেখ্য, এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ১১ হাজার ৬৩০ টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ১৫০ জন।

শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরোওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মিরপুর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় থেকে ১১ টা পর্যন্ত চলে পরীক্ষা।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ