সেন্সর ঝামেলা কাটিয়ে মুক্তি পাচ্ছে নডরাই

সেন্সর ঝামেলা কাটিয়ে মুক্তি পাচ্ছে নডরাই

বাংলাদেশ সংবাদ – সেন্সরের ঝামেলা কাটিয়ে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত সার্ফিং নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ‘ন ডরাই’। শুক্রবার (২৯ নভেম্বর) ‘ন ডরাই’ সিনেমাটি মুক্তি পাবে।

ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

সংবাদ সম্মেলনে ছবিটির নানা বিষয় তুলে ধরেন এর পরিচালক তানিম রহমান অংশু, নায়ক শরিফুল রাজ, নায়িকা সুনেরা বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমাটির গল্প নিয়ে একটি কমিক্সের বই করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, কেউ যদি বিকাশ অ্যাপের মাধ্যামে আমাদের এই ছবির টিকিট কাটেন। তাহলে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট ফ্রি পাবেন। এই অফারটি শুধুমাত্র সিনেপ্লেক্সে এসে ছবি দেখলেই পাওয়া যাবে।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত তৈরি হয়েছে ছবির গল্প। নারীর এগিয়ে যাওয়ার বার্তাও থাকছে সিনেমায়। যা নারীদের উৎসাহিত করবে।’

নায়ক শরিফুল রাজ বলেন, ‘আমার উল্লেখযোগ্য একটি সিনেমা হয়ে থাকবে ‘ন ডরাই’। অন্যরকম একটি চিন্তার ছবি এটি। এমন একটি ছবির সঙ্গে থাকতে পেরে নিজেকে সোভাগ্যাবান মনে করি।’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।

এদিকে গল্পের ধারণা থেকে প্রকাশিত হলো একটি কমিক্স বুক।

‘ন ডরাই’ নিয়ে তৈরি কমিক্স বই ‘অ্যাডভেঞ্চার অব আয়েশা’র মোড়ক উন্মোচন করা হয়। এটি স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে কেনা যাবে। তাছাড়া কয়েক জায়গায় গ্রামের মেয়েদের বিনামূল্যে দেওয়া হবে।

Comments are closed.

More News...

বাঙালির নিজস্ব নান্দনিক সংস্কৃতির চর্চা বাড়াতে হবে- লায়ন গনি মিয়া বাবুল

দ্রুত এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ – মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী