মুক্তিযোদ্ধাদের সাথে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মুক্তিযোদ্ধাদের সাথে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বাংলাদেশ সংবাদ (শেখ সাইফুল ইসলাম কবির)- বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার তৈয়েবুর রহমান সেলিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন বাদশা, মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান , নারী মুক্তিযোদ্ধা মিরা খানম, মুক্তিযোদ্ধা শীব প্রসাদ, শিকদার হাবিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহন করেন।
নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীণ না হলে আজ এখানে আমরা বসতে পারতাম না। তাই বীর মুক্তিযোদ্ধা ও অসহায় মুক্তিযোদ্ধাদের কল্যানে আমাদের কাজ করতে হবে।
এ ভাবনা শুধু আমার একার নয় আপনাদের সকলের পরামর্শে বাগেরহাট জেলার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে আমরা কাজ করব। সকলের সমন্বয়ে জেলা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরব উজ্জল ইতিহাস সংরক্ষনের চেষ্টা করার প্রতিশ্রুতি দেন নবাগত জেলা প্রশাসক।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন