চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজে আবারো গর্ত

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজে আবারো গর্ত

বাংলাদেশ সংবাদ – চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজটির মাঝামাঝি আবারো গর্ত দেখা দিয়েছে। ফলে মারাক্তক ঝুঁকি নিয়েই চুয়াডাঙ্গা-মেহেরপুর ও মেহেরপুর-ঢাকা রুটের যানবাহনগুলো চলাচল করছে।

আজ বিকেলে ভারী যানবাহন চলাচল করার এক পর্যায়ে এ গর্তের সৃষ্টি হয়। এতে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সড়ক বিভাগের কর্মিরা ঘটনাস্থলে এসে গর্তের সাময়িক মেরামতের উদ্যোগ নেন।

এসময় সড়ক বিভাগ থেকে বলা হয়, ‘ব্রিজটি আগে থেকেই ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিলো।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ অক্টোবর ব্রিজটির মাঝামাঝি আরও একটি গর্ত ও ফাটল দেখা দেয়। সেসময়ও সড়ক বিভাগ সাময়িক মেরামত করে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ