সুশাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য – লায়ন মোঃ গনি মিয়া বাবুল 

সুশাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য – লায়ন মোঃ গনি মিয়া বাবুল 

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুশাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য। সুশাসন-গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে শক্তিশালী ও ইতিবাচক গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। গণমাধ্যম সমাজের দর্পণ, জাতির বিবেক, জনতার কন্ঠস্বর, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ইত্যাদি নানা নামে গণমাধ্যমকে অভিহিত করা হয়। কিন্তু সেই জাতির বিবেকের উপর চলে নানা জুলুম, অন্যায়-অত্যাচার, গণমাধ্যমকর্মীদের উপর করা হয় নির্যাতন, এমনকি তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু খুনি ও নির্যাতনকারীরা আইনের আওতায় আসছে না, তাদের শাস্তি হচ্ছে না। এই বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বা সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদার জন্যে রাজনৈতিক বিশ্বাসের উর্ধ্বে উঠে সকল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরী। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের পেশাগত ঐক্যের কোন বিকল্প নেই।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ মে সকালে ঢাকার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘সুশসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সোহেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিওএসপি’র সাধারণ সম্পাদক মনসুর আহমেদ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন