বঙ্গবন্ধু স্যাটালাইটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে – হানিফ

বঙ্গবন্ধু  স্যাটালাইটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ  কম হয়েছে – হানিফ

বাংলাদেশ সংবাদ – আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,’বঙ্গবন্ধু স্যাটালাইটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। ‘

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটাইলটের কারণে আগাম তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।’ 

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতিরর রাজনৈতিক কার্যালয়ে ঘুর্ণিঝড় ‘ফণী’ নিয়ে দলীয় কার্যক্রমের কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘আমরা দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। গত ১০ বছরে তার রাষ্ট্র শাসনামলে সব দিকে দেশের উন্নয়ন করেছে। বিশেষ করে উন্নয়নের একটি বড় অংশ হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ। বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণের মাধ্যমে গভীর সমুদ্র ২ হাজার কিলোমিটার শুরু হওয়া ঘূর্ণিঝড়ের খবর আমাদের দেশের আবহাওয়া অধিদফতর সংগ্রহ করেছে।’ 

হানিফ বলেন, ‘ এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা সরকারের সকল প্রতিষ্ঠান সমন্বয় করে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে বসে সার্বক্ষণিক মনিটরিং করছে। সরকার এবং দলের ক্ষতিগ্রস্থ সকলকে পুনর্বাসন করা হবে বলেও জানান হানিফ।’

তিনি বলেন, ‘গতকাল থেকে এখন পর্যন্ত মিডিয়া সেল ১০০টি কল এসেছে। তারা তাদের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা মনে করেছে, সরকার এবং আওয়ামী লীগ তাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তাই মানুষের জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই।’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য উপাত্ত নিচ্ছি। ঘুর্ণিঝড় ফণী শেষ হলে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম যাবে এবং সরকার ও দলের পক্ষ থেকে তাদের পুর্ণবাসনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ঘুর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকার কোনও পদক্ষেপ নেয়নি, বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘আমি গতকালকেও বলেছিলাম, যারা এই ধরনের কথাবার্তা বলছেন, তাদেরকে নোংরা ভাষায় কিছু বলা যায় না। তাই তাদেরকে অনেকেই পাগলের প্রলাপের সাথে তুলনা করছেন। বিএনপি আসলে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিটকে পড়েছে। বিএনপি আজকে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। তারা নিজেদের সমস্যা ধামাচাপা দেয়ার জন্যই সরকারের কর্মকান্ড নিয়ে বিভিন্ন মিথ্যাচার করে। তারা নানা কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের ব্যর্থতা চাপা দেয়ার চেষ্টা করছে।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক,  সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,  উপ-দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন