মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে। প্রত্যেকের উচিত জনহিতকর কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখা।

চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান এর শাশুড়ী’র মৃত্যুতে ১৩ এপ্রিল সন্ধ্যায় চ্যানেল কর্ণফুলীর কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চ্যানেল কর্ণফুলীর সিইও মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, পিপল্স ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, চ্যানেল কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক আরমান তারেক প্রমুখ। আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ