শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন জলিল

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন জলিল

বাংলাদেশ সংবাদ – গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল বিএ নৌকা প্রতীকের পক্ষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি এর আগেও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক। সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামীলীগের সকল নেতাকর্মীর প্রতীক নৌকা। দেশ স্বাধীনের পর এ প্রতীক দেশবাসীর উন্নয়নের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। এ নির্বাচনে শ্রীপুর উপজেলাবাসী তথা ভোটারেরা বরাবরের মতো নৌকা প্রতীককেই নির্বাচিত করবে বলে তিনি অশাবাদী। এর আগে তিনি শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দোয়া মাহফিলে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ ,গাজীপুর জেলা পরিষদের সদস্য নূরুল ইসলাম শিমুল সহ দলীয়  অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মী ও সমর্থকেরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, দুপুর দেড়টা পর্যন্ত তার কার্যালয়ে চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল জলিল বিএ, ভাইস চেয়ারম্যান পদে আহসান উল্লাহ, হারুন অর রশীদ বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা ইয়াসমিন মুক্তা,  লুতফুন্নাহার মেজবাহ,সহ মনোনয়নপত্র জমা দেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ