মাদারীপুরে সেপ‌টিক ট্যাংক প‌রিষ্কার কর‌তে গি‌য়ে দুই শ্রমিক নিহত

মাদারীপুরে সেপ‌টিক ট্যাংক প‌রিষ্কার কর‌তে গি‌য়ে দুই শ্রমিক নিহত

মাদারীপু‌র পৌর শহ‌রের পাকদী এলাকায় এক‌টি নির্মাণাধীন ভব‌নে সেপ‌টিক ট্যাংক পরিষ্কার কর‌তে গি‌য়ে দুই শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। আজ শ‌নিবার দুপুর ১২টার দি‌কে এই ঘটনা ঘ‌টেছে।
‌নিহত ব্যক্তিরা হ‌লেন মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রা‌মের আনিস মাতুব্বরের ছে‌লে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমা‌ঝি ইউ‌নিয়‌নের ভদ্রখোলা গ্রা‌মের শাহ আলম মাতুব্বরের ছে‌লে সুমন মাতুব্বর (২২)।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ