চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলাদেশের প্রথম এবং উপমহাদেশের তথা বিশ্বের মাইল ফলক বোনস লাইব্রেরী বা এনাটমি শিক্ষাগার কাম প্রদর্শ ঘরের প্রতিষ্ঠা করেছে। এর নাম রাখা হয়েছে উপমহাদেশের প্রখ্যাত মেডিকেল শিক্ষাবিদ প্রফেসর ডা. মনসুর খলিলের নামে। প্রফেসর ডা. মনসুর খলিল বোনস লাইব্রেরী।
চমেকসু এবং বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ এই ঐতিহাসিক ঘটনার কৃতিত্ব পাবে । আগে চমেকে সাহিত্য লাইব্রেরী গড়ে তুলছিলো তারা। তাদের জন্য হ্যাটস অফ।
চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিনও একাজে সহায়তা করেছেন।